১৪ অক্টোবর, ২০২৩ ১৮:০৯

সকল অশুভ শক্তিকে পরাভূত করে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সকল অশুভ শক্তিকে পরাভূত করে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান

বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

সকল অন্যায় ও অশুভ শক্তিকে পরাভূত করে সাম্প্রদায়িক সৌন্দর্য ও স্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রেখে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। 

আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে ড. অরূপরতন চৌধুরীর মিউজিক ভিডিও ‘এলো মা দুর্গা’ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের মহাসড়কে আমাদের অগ্রযাত্রায় আমরা নিশ্চয়ই সফল হব’।

তিনি বলেন, ‘সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা পার্বণ উদযাপন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে প্রতি বছর পূজামন্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে’।

অনুষ্ঠানে ড. অরূপরতন চৌধুরী বলেন, ‘দুর্গাপূজা সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলা। পূজার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিলে দুর্গাপূজা স্বার্থক হবে।’ 

অন্যান্যের মধ্যে গানটির গীতিকার দেলোয়ার আরজুদা শরফ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর