শিরোনাম
১১ নভেম্বর, ২০২৩ ২০:৫৭

এবার গাড়িতে আগুন দিলে দাঁতভাঙা জবাব হবে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

এবার গাড়িতে আগুন দিলে দাঁতভাঙা জবাব হবে : স্বাস্থ্যমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘হত্যা করে পুড়িয়ে কখনও ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে হলে ভোটের মাধ্যমে আসতে হবে।’ 

আজ শনিবার বিকালে মানিকগঞ্জে ‘কালাজ্বর, ফাইলেরিয়ামুক্ত বাংলাদেশ’ শীর্ষক এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সারাদেশে মাত্র ৪০ হাজার বেড ছিল, আমরা ৭০ হাজারে উন্নীত করেছি। দশটি মেডিকেল কলেজ ও চারটি মেডিকেল ইউনিভার্সিটি করেছি। জেলায় কোনো আইসিইউ ছিল না। এখন জেলা হাসপাতালে ডায়ালাইসিস ও আইসিইউয়ের ব্যবস্থা করা হয়েছে। করোনার সময় সারা দেশে মাত্র ৩০০ আইসিইউ ছিল। এখন ১,৫০০ হয়েছে।’ 

তিনি বলেন, ‘আমরা দেশের উন্নয়ন করব আর বিএনপি-জামায়াত দেশ ধ্বংস করবে, এ হতে পারে না। এবার গাড়িতে আগুন দিলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী সাবানা মালেক, কনিষ্ঠ কন্যা সাদিয়া মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, এনায়েত হোসেন টিপ, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিম্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর