২৯ নভেম্বর, ২০২৩ ১৯:৩৩

আমদানি পণ্যের দাম কমানোয় আমাদের হাত নেই: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আমদানি পণ্যের দাম কমানোয় আমাদের হাত নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমদানি পণ্যের দাম কমানোর ওপর আমাদের হাত নেই। তবে দেশে উৎপাদিত শাক-সবজি, ডিমের দাম কমেছে। ডিম এখন সাড়ে ৯ টাকা থেকে ১০টাকায় বিক্রি হচ্ছে। যে আলুর দাম ৫০ টাকা উঠেছিল সেটি এখন ৪০ থেকে ৪২ টাকায় নেমে এসেছে। আমাদের উৎপাদিত আলু বাজারে আসলে দাম আরও কমে যাবে। এছাড়া কি কারণে পণ্যের দাম বাড়ছে তা এখন সবাই জানে। তিনি বুধবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। 

তিনি বলেন, যে পণ্যের দাম বিশ্বে বেড়েছে, সেটি আমাদের এখানেও বেড়েছে। এছাড়া আমাদের ভোক্তা ও উৎপাদনকারীর কথা বিবেচনা করে বাজারকে ভারসাম্যপূর্ণ অবস্থানে রাখতে হচ্ছে। যদি কোন পণ্যের দাম অস্বাভাবিকভাবে কমে যায় তাহলে কৃষক মূল্য হারাবে, পরের বছরে তারা সেই পণ্য উৎপাদনে যাবে না। ফলে ভবিষ্যতে সেই পণ্যের দাম অনেক বেড়ে যাবে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ডলারের দাম বাড়ার কারণে চিনির দাম কমানো সম্ভব হয়নি। ভারত থেকে চিনি আমদানি করা যাচ্ছে না, দেশেও তেমন চিনি উৎপাদন হচ্ছে না। সুতরাং আমদানি শুল্ক না কমলে চিনির দাম বর্তমানের চেয়ে কম হওয়ার সম্ভাবনা নেই।


 
বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর