৩১ ডিসেম্বর, ২০২৩ ১৬:২৫

এবার সব আগাছা একসঙ্গে তুলে ফেলা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এবার সব আগাছা একসঙ্গে তুলে ফেলা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রত্যেক নির্বাচনে একটা পক্ষ আছে, তারা নৌকার বিরোধিতা করে। তারা আবার নিজেদের আওয়ামী লীগ নেতা দাবি করেন। এবার সবাই এক জায়গায় হয়েছে। নৌকার বিরোধিতায় মাঠে নেমেছেন। ৭ জানুয়ারির নির্বাচনের পর সব আগাছা একসঙ্গে তুলে ফেলা হবে। আওয়ামী লীগকে আগাছা মুক্ত করা হবে।

রবিবার বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার খোর্দ্দোবাউশা এলাকায় নির্বাচনি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী।

শাহরিয়ার আলম বলেন, প্রতিপক্ষরা প্রচারণায় গিয়ে বলছে, মন্ত্রী ভাল। তার আশেপাশের লোকজন ভালো না। তারাই এক সময় আশেপাশে ছিল। আমার মাথার উপর ভর করে টাকা কামায় করে এখন বিরোধিতায় নেমেছে। এলাকার মানুষ জানে মেয়র হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে কার কি ছিল, আর এখন কি আছে। ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। গত ১৫ বছরে বাঘা চারঘাটের যে উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর আর কখনও হয়নি। এই উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিতে হবে।

আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে এই পথসভা অনুষ্ঠিত হয়। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর