১৪ জানুয়ারি, ২০২৪ ১২:২১
মহিলা ও শিশু প্রতিমন্ত্রী

‘কর্মপরিকল্পনা ১০০ দিন বা সেরকম কিছু না, এটি চলমান’

‘সভ্যতার দুইটি হাত, একটি পুরুষ অন্যটি নারী’

অনলাইন প্রতিবেদক

‘কর্মপরিকল্পনা ১০০ দিন বা সেরকম কিছু না, এটি চলমান’

কথা বলছেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি

মন্ত্রণালয়ের কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‌‘সভ্যতার দুইটি হাত, একটি পুরুষ অন্যটি নারী। কাউকে পেছনে ফেলে কোনোটাই অগ্রসর হয় না। নারী ও শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে যে কাজগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যাব। আমি নারী ও শিশু নিয়ে অনেক আগে থেকেই কাজ করি। সেজন্য আমার খুবই ভালো লাগার জায়গা এটি।’

তিনি বলেন, ‘কর্মপরিকল্পনা তো একটা থাকবে। কিন্তু সেটি একশ দিন বা সে রকম কিছু না। কারণ, এটি চলমান একটি কাজ। সেহেতু সেভাবেই আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাব।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর