১৪ জানুয়ারি, ২০২৪ ১৬:২৫

স্বচ্ছতা আমাদের রাজনৈতিক অঙ্গীকার : প্রাণিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্বচ্ছতা আমাদের রাজনৈতিক অঙ্গীকার : প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।’

আজ রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘স্বচ্ছতা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। সে ব্যাপারে আমি আশাবাদী। এ মন্ত্রণালয়কে কীভাবে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায়, সেজন্য মন্ত্রণালয়ের সকলকে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‌‌‘আমিষের সহজলভ্যতার জন্য ইতোমধ্যে আলোচনা হয়েছে। টিসিবির মতো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন পণ্য ভ্রাম্যমাণ বিক্রির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এ মন্ত্রণালয়ের বিস্তারিত বলতে হলে আমাকে আরও বুঝতে হবে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর