১৬ জানুয়ারি, ২০২৪ ০৬:৪৯

দক্ষ জনশক্তি রফতানিতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

দক্ষ জনশক্তি রফতানিতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

শফিকুর রহমান চৌধুরী

দক্ষ জনশক্তি রফতানিতে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘দক্ষতা না থাকলে বিদেশে ভালো কাজ পাওয়া যায় না। কাজেই, কোন দেশ কি ধরনের জনশক্তি চাইছে; সে বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মী পাঠানো হবে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব পালনে সচেষ্ট থাকার কথাও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। সব ষড়যন্ত্রকে অতিক্রম করে আমরা এগিয়ে যাব।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর