২৭ জানুয়ারি, ২০২৪ ১৮:৪৪

প্রবাসীকল্যাণ সেল আরও কার্যকর করা হবে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রবাসীকল্যাণ সেল আরও কার্যকর করা হবে : প্রতিমন্ত্রী

শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‌‘প্রবাসীরা এ দেশের অর্থনীতির চাকায় গতি সঞ্চার করেন। তাই প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার খুবই আন্তরিক।’

‘প্রবাসীদের অনেক সমস্যা রয়েছে। তাদের সমস্যা সমাধানের জন্য প্রবাসী কল্যাণ সেল আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানেও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। কিছু পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।’

শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এখন আর প্রবাসীরা এয়ারপোর্টে আগের মতো হয়রানির শিকার হন না। এয়ারপোর্টে প্রবাসীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন সেদিকে আমরা খেয়াল রাখছি।’

এর আগে জেলা প্রেসক্লাবে সংবর্ধিত হন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক ও দৈনিক জনকণ্ঠের ব্যুরো প্রধান সালাম মশরুর, সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, সাবেক সভাপতি ও বাংলাটিভির ব্যুরো প্রধান আল আজাদ, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক সমকালের ব্যুরো প্রধান মুকিত রহমানী, স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু ও দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর