২৭ জানুয়ারি, ২০২৪ ২২:২২

বহু চেষ্টা করেও নির্বাচন বন্ধ করতে ব্যর্থ হয়েছে বিএনপি : গণপূর্তমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বহু চেষ্টা করেও নির্বাচন বন্ধ করতে ব্যর্থ হয়েছে বিএনপি : গণপূর্তমন্ত্রী

বক্তব্য রাখছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

বিএনপির উদ্দেশে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, তারা বহু চেষ্টা করেও নির্বাচন বন্ধ করতে পারে নাই। মঞ্চে উপবিষ্ট দুজন বিজয়ী স্বতন্ত্র  প্রার্থীও বলেছেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। শান্তিপূর্ণভাবে যে কোনো মিছিল, মিটিং করলে কোনো আপত্তি নাই। যদি অশান্ত হন, আগুন সন্ত্রাস করেন, জনগণের অশান্তি হয়, এমন কোনো কাজ করলে, তা সহ্য করা হবে না। জনগণের শান্তি বিনষ্ট হয়, এমন কোনো কাজ করতে দেওয়া হবে না।

শনিবার সন্ধ্যায় স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে যেসব লোকেরা কালো ধান্দায় আছেন, তাদের আমরা সতর্ক করতে চাই আমরা কোনো রকমের মজুতদারকে সহ্য করবো না। রমজানে যারা দ্রব্যমূল্য নিয়ে যেসকল বন্ধুরা খেলাধুলা করবেন তাদের খেলাধুলা না করার অনুরোধ করবো। খেলাধুলা করলে কেউ রেহাই পাবেন না। আমি আজকে বলে দিয়েছি একজন মন্ত্রী, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে, কোনো জরিমানার ব্যাপার নাই, সরাসরি কারাগারে পাঠানোর জন্য আমি অনুরোধ করেছি।

জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ সৈয়দ এ কে একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাংসদ মঈন উদ্দিন মঈন, মন্ত্রীর সহধর্মিণী মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া প্রমুখ।

এদিকে, সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ব্যান্ডদল নগর বাউলের জেমস সংগীত পরিবেশনার মধ্য দিয়ে হাজারো দর্শককে মুগ্ধ করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর