৩১ জানুয়ারি, ২০২৪ ১৯:১৯

এক সপ্তাহের মধ্যে মিলগেটে চালের মূল্য তালিকা টানাতে বাধ্য করা হবে : খাদ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি

এক সপ্তাহের মধ্যে মিলগেটে চালের মূল্য তালিকা টানাতে বাধ্য করা হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এক সপ্তাহের মধ্যে মিলগেটে চালের মূল্য তালিকা টানাতে বাধ্য করা হবে। 

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা চালের মূল্য বৃদ্ধি করেছিল। প্রশাসনের তৎপরতায় এখন আবার স্বাভাবিক হয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের এ তৎপরতা অব্যাহত থাকবে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চালকল মালিক, চাল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

বৈঠকে চাল ব্যবসায়ী ছাড়াও খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সরু চালের বৃহত্তম মোকাম কুষ্টিয়ার খাজানগরে যান। অবৈধ মজুত বা কোনো অনিয়ম হচ্ছে কি না তা খতিয়ে দেখেন। এ সময় একটি অটো ফ্লাওয়ার মিলের গমের গোডাউন সিলগালা করা হয়। এছাড়াও সেখানে কি পরিমাণ গমের মজুদ আছে তা পর্যবেক্ষণ করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও অনিয়মের অভিযোগে একটি চালকলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর