১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:৪০

মেরিটাইম সেক্টরে আসছে বিদেশি বিনিয়োগ : নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মেরিটাইম সেক্টরে আসছে বিদেশি বিনিয়োগ : নৌপ্রতিমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

মেরিটাইম সেক্টরে বিদেশি বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‌‘দেশের মেরিটাইম সেক্টর অন্যরকম উচ্চতায় যাচ্ছে। তাই বিদেশি বিনিয়োগকারীরা এ সেক্টরে বিনিয়োগে আকৃষ্ট হচ্ছেন।’

আজ শনিবার চট্টগ্রাম বন্দরের দুইটি ফিক্সড কন্টেইনার স্ক্যানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর হয়ে গেলে দেশ মেরিটাইম সেক্টরে অন্যরকম উচ্চতায় চলে যাবে। বে-টার্মিনালে ১২ মিটার ড্রাফটের জাহাজ আসবে। বাড়বে বন্দরের ব্যস্ততা। নানান প্রকল্প ও উদ্যোগের কারণে মেরিটাইম সেক্টরে আমরা সি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। ডেনমার্ক, সৌদি আরবসহ বিভিন্ন দেশ এ সেক্টরে বিনিয়োগ করতে চায়। তারা মনে করে বাংলাদেশে বিনিয়োগ এখন নিরাপদ।’

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, বন্দর সচিব মো. ওমর ফারুক, ফাইভ আর অ্যাসোসিয়েটসের এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট রায়ান জাহিদ রহমান প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর