২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:৪৬

‘ঢাকার চারপাশের নৌপথে সার্কুলার রুট আবার চালু করা হবে’

অনলাইন ডেস্ক

‘ঢাকার চারপাশের নৌপথে সার্কুলার রুট আবার চালু করা হবে’

জাতীয় সংসদের ফাইল ছবি। ইনসেটে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের ফাইল ছবি

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, ঢাকার চারপাশের নদীগুলো ব্যবহার উপযোগী করে নৌপথে সার্কুলার রুট আবারও চালু করা হবে।

আজ বৃহস্পতিবার সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রীর পক্ষে স্বতন্ত্র সদস্য আখতারউজ্জামানের এক সম্পূরক প্রশ্নের জাবাবে এ কথা বলেন।

জাহিদ ফারুক বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে কেন্দ্র করে সার্কুলার রুট চালু করা হয়েছিল। কিন্তু কিছু সমস্যার কারণে এই রুটটি এখন বন্ধ রয়েছে। তবে রুটটি চালু করার ব্যাপারে একটি সমীক্ষা চলছে। সমীক্ষার পর নৌপরিবহন মন্ত্রণালয় সার্কুলার রুটটি পুনরায় চালু করবে।

তিনি জানান, এই নৌরুটে কিছু ব্রিজ রয়েছে। এই ব্রিজগুলোর কারণে নৌযান চলাচলে প্রতিন্ধকতার সৃষ্টি হয়। এই ব্রিজগুলো অপসারণের পরই রুটটি সচল করা হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর