দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, বেইলি রোডে আগুনের ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার বেইলি রোডে আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
মহিববুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। এই ঘটনায় সবাই সব ধরনের সহযোগিতা পাবেন। এছাড়া যেসব ভবনে ত্রুটি রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কাজ করছে রাজউক।’এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক