২৩ মার্চ, ২০২৪ ১৩:৩০

জনগণ আজ দিশাহারা: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক

জনগণ আজ দিশাহারা: মেজর হাফিজ

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমি বাণিজ্যমন্ত্রী থাকা অবস্থায় বাজার দর নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। তখন বাজার দর নিয়ন্ত্রণে ছিলো। আমরা চেষ্টা করেছি দ্রব্যমূল্যেকে নিয়ন্ত্রণ করার জন্য।

তিনি আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই মন্তব্য করে মেজর (অব.) হাফিজ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের আজ নাভিশ্বাস অবস্থা। কিন্তু এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথাই নেই।

মেজর (অব.) হাফিজ বলেন, আজ জনগণ দিশাহারা। রমজান মাসে ইফতার করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। অবাক হয়ে ভাবি কিভাবে দেশটা নষ্ট হলো। 

তিনি বলেন, বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণকে অংশ নিতে হবে। জনগণ অংশ না নিলে এর জন্য তারা দায়ী থাকবেন।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর