২৫ মার্চ, ২০২৪ ১৭:১০

দেশে পাকিস্তানি আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে : মেনন

অনলাইন ডেস্ক

দেশে পাকিস্তানি আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে : মেনন

রাশেদ খান মেনন (ফাইল ছবি)

'বয়কট ইন্ডিয়া' স্লোগান তুলে দেশে পাকিস্তানি আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণহত্যা’ ৭১ আন্তর্জাতিক স্বীকৃতি চাই শীর্ষক এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, কিন্তু এখনো তারা এবং তাদের সংগঠন রাজনীতি করে চলেছে। সম্প্রতি তারা নতুন করে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে, বয়কট ইন্ডিয়া স্লোগান তুলেছে। এই স্লোগান দিয়ে তারা কার্যত পাকিস্তানি আমলের রাজনীতিকেই বাংলাদেশে চালুর চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উদ্যোগ গ্রহণ করার কথা রাষ্ট্রের, কিন্তু আমরা দেখেছি বিএনপির শাসনামলে আমাদের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য ২০০৮ সালের নির্বাচনের পর দীর্ঘ সময় পার গেছে, কিন্তু গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে রাষ্ট্রগতভাবে খুব একটা ব্যবস্থা নিতে পারিনি। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি গুরুত্বপূর্ণ। পৃথিবীর দেশে দেশে যে গণহত্যা সংঘটিত হচ্ছে, আজ ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে অথবা এর আগে যেখানে গণহত্যা হয়েছিল সেগুলোর বিচারের জন্য এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ।’

মেনন বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বিশেষ করে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগীদের ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদের।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, শ্রমিক নেতা আমিরুল হক আমিন, কৃষক নেতা মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর