৩০ মার্চ, ২০২৪ ২০:১৮

'সারাদেশ আজ বদ্ধ কারাগার'

নিজস্ব প্রতিবেদক

'সারাদেশ আজ বদ্ধ কারাগার'

ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, সারাদেশ আজ বদ্ধ কারাগার। কেউ মুক্তভাবে নিঃশ্বাস ছাড়তে পারছে না। কথা বলতে পারছে না। চাঁদাবাজদের চাঁদা না দিলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। আজকে ভিক্ষা করতে হলেও স্থানীয় ক্ষমতাসীনদের চাঁদা দিতে হচ্ছে। 

শনিবার রাজধানীর বাসাবোতে ৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মজনু বলেন, আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ের সকল নেতাই উচ্ছৃঙ্খল। তাদের কথাবার্তা সব সময় উগ্র। তাদের কথায় মনে হয় দেশটা তাদের, বাকি যারা আছে তারা ভাড়াটিয়া। আজকে এদেশ থাকতে হলে তাদের ভাড়া দিয়ে বাঁচতে। না দিলে পরিণাম হয় কারাগার অথবা খুন।
 
ওয়ার্ড বিএনপি সভাপতি হারুন উর রশীদ হারুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খন্দকার নাইমুল ইসলামের সঞ্চালনায় এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, থানা নেতা বদিউজ্জামান বদি, বশিরুল আলম ফারুক বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর