১৯ এপ্রিল, ২০২৪ ১০:১১

বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিবের পদত্যাগ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিবের পদত্যাগ

মো. আব্দুল কাদের

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব মো. আব্দুল কাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তিনি দলটির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে পদত্যাগ করেন। এরই মধ্যে অব্যাহতিপত্র দলটির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বরাবর পাঠিয়েছেন।

বিপিপি থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আব্দুল কাদের জানান, শিগগির তিনি নতুন দলের ঘোষণা দেবেন।

এ প্রসঙ্গে বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, বিপিপির মহাসচিব পদে থাকায় আব্দুল কাদেরের ব্যবসায়িক নানান সমস্যা হচ্ছিল। এ কারণে তিনি পদত্যাগ করেছেন।

২০২১ সালের আগস্টে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিপিপির মহাসচিব এআরএম জাফরুল্লাহ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একইসঙ্গে প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল কাদেরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। পরবর্তীতে তাকে বিপিপির পূর্ণাঙ্গ মহাসচিব করা হয়।

বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি। আন্দোলনে গণফোরামের (মন্টু) সাথে যৌথভাবে যুগপতের কর্মসূচি পালন করে বিপিপি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর