১০ মে, ২০২৪ ২১:৩৩

আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু হতাশ নন : গয়েশ্বর

অনলাইন ডেস্ক

আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু হতাশ নন : গয়েশ্বর

বক্তব্য দিচ্ছেন গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘একটু আগে দেখলাম, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি চলে রিমোট কন্ট্রোলে।’ তিনি বলেন, ‘হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলেই চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে। দেশনেত্রী খালেদা জিয়ার হাতে, নয়তোবা তারেক রহমানের হাতে। কিন্তু আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায়? আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে?’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের জবাব দিতে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশ করে।

গয়েশ্বর আরও বলেন, ‘আমাদের হতাশার কোনো কারণ নেই। আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু হতাশ নন। এত জেল–জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করে তারা এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষা করার জন্য। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর