৮ জুন, ২০২৪ ১৫:২৮

বিরোধী দলে থাকলেই বাজেটের বিরোধিতার নীতিতে বিশ্বাসী নয় জাপা: রওশন এরশাদ

অনলাইন ডেস্ক

বিরোধী দলে থাকলেই বাজেটের বিরোধিতার নীতিতে বিশ্বাসী নয় জাপা: রওশন এরশাদ

রওশন এরশাদ

জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, ‘প্রস্তাবিত বাজেটকে ইতিবাচকভাবেই দেখছে দল। বিরোধী দলে থাকলেই বাজেটের বিরোধিতা করতে হবে সেই নীতিতে বিশ্বাসী নয় জাতীয় পার্টি। তাছাড়া কোনো সরকারই দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী বাজেট প্রণয়ন করে না।’ 

রাজধানীর গুলশানের বাসভবনে শনিবার দুপুরে এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সবার মন জয় করে বাজেট প্রণয়ন কঠিন। তবে, দেশ ও মানুষের স্বার্থে বাজেট বাস্তবায়নে সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন তিনি।
 
বাজেট পাসের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকার সমস্যা সমাধান, ঘুষ-দুর্নীতি রোধে সরকার আরও কঠোর অবস্থানে থাকবে বলে আশা প্রকাশ করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর