১০ জুন, ২০২৪ ২১:২৪

‘আমরা চাই ভারতের নতুন সরকার বাংলাদেশের মানুষের প্রত্যাশার মর্যাদা দেবে’

অনলাইন ডেস্ক

‘আমরা চাই ভারতের নতুন সরকার বাংলাদেশের মানুষের প্রত্যাশার মর্যাদা দেবে’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘ভারতের নতুন সরকার নিয়ে সাংবাদিকরা আমাদের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছেন।’

‘এ সম্পর্কে আমার বলার একটাই। ভারতের নতুন সরকারের কাছে আমরা একটাই আশা করব, এখনো তার দেশে জনগণ যেভাবে প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরাও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে গণতন্ত্রকে সেভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই ভারতের নতুন সরকার বাংলাদেশের মানুষের প্রত্যাশার মর্যাদা দেবে। তারা সেভাবেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন।’

মোদির নেতৃত্বে ভারতে নতুন সরকার গঠনের একদিন পর আজ সোমবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আধুনিক কৃষি, অভিন্ন নদীর পানি আগ্রাসন এবং জলবায়ু ভারসাম্যহীনতা রোধে শহীদ জিয়ার ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন বিপ্লব।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করা সেই আওয়ামী লীগ নেই। সেই আওয়ামী লীগ নেই যারা আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছিল।’

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তনটা হচ্ছে তারা সর্বগ্রাসী হওয়া শুরু করে।’ 

কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি নাসির হায়দার, মামুনুর রশীদ খান, এসএম ফয়সাল, খন্দকার নাসিরুল ইসলাম, আ ন ম খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান টিপু এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামসেদ আলী রিপন প্রমুখ বক্তব্য দেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর