২৮ জুন, ২০২৪ ১৮:০০

খালেদা জিয়ার মামলা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি:

খালেদা জিয়ার মামলা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে- এটা বিএনপির মিথ্যাচার। বেগম জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার। বিএনপির আইনজীবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণে ব্যার্থ হয়েছেন বলেই আদালত তাকে দণ্ড দিয়েছেন।

শুক্রবার কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

এসময় হানিফ আরও বলেন, সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার কারণ মূলত দুটি। একটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহ লাইনে সমস্যা রয়েছে, যার ফলে লোডশেডিং হচ্ছে। আরেকটি হলো বিদ্যুৎ-এর উৎপাদন ব্যয় বেশি। সরকারকে অনেক ভর্তুকি দিতে হয়। তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয়। তবে এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে, দ্রুতই বিদ্যুৎ-এর সকল সমস্যা সমাধান হবে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর