শিরোনাম
২৯ জুন, ২০২৪ ২১:৫১

খালেদা জিয়ার মুক্তি, এদেশের ১৮ কোটি মানুষের মুক্তি : মোশারফ হোসেন

অনলাইন ডেস্ক

খালেদা জিয়ার মুক্তি, এদেশের ১৮ কোটি মানুষের মুক্তি : মোশারফ হোসেন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি মানে এদেশের ১৮ কোটি মানুষের মুক্তি বলে মন্তব্য করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের বর্তমান যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন না, এটা দেশের জন্য অপঘাত। বেগম জিয়ার মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর মুক্তি নিয়েই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে 'বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে' আয়োজিত সমাবেশ শুরুর পর গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

বিএনপির এই সাবেক এমপি বলেন, বর্তমান সরকার একপেশে এবং মানুষের উপর স্টিম রোলার চালাচ্ছে। বিএনপি নেতাকর্মীরা এক ছিল এক আছে, আন্দোলনের বিকল্প তারা কিছু চিন্তা করে না।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর