৬ জুলাই, ২০২৪ ১৬:৫২

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যা বললো বিএনপি

অনলাইন ডেস্ক

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যা বললো বিএনপি

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।

আজ শনিবার দুপুরে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এই অভিনন্দন জানান।

এ সময় তিনি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মির্জা ফখরুল বলেন, ‘যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে লেবার পার্টি। দলটির প্রধান স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। ইতোমধ্যে টুইটারের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অভিনন্দন জানিয়েছেন। আমরাও আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা আশা করব, যুক্তরাজ্যের যে ঐতিহ্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা এবং তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বের যেসব দেশে গণতন্ত্রের সংকট রয়েছে, সেখানে তাদের যে প্রভাব, তা বিস্তার করার চেষ্টা করবেন। এটাও আশা করব, ব্রিটেনে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট রয়েছে, সেখানে কিয়ার স্টারমার নেতৃত্ব দিতে পারবেন।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর