১৮ জুলাই, ২০২৪ ১৮:৩০

শিক্ষার্থীর বুকে গুলি করা পুলিশকে কি ‘মেডেল’ দেবেন, প্রশ্ন কাজী ফিরোজের

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীর বুকে গুলি করা পুলিশকে কি ‘মেডেল’ দেবেন, প্রশ্ন কাজী ফিরোজের

রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। তিনি বলেছেন, ‘২০ হাত দূর থেকে পুলিশ তার (আবু সাঈদ) বুকে গুলি বাঁধিয়ে দিলেন। এভাবে গুলি চালানো যায় না। তার কি বিচারটা করেছেন? শিক্ষার্থীর বুকে গুলি করা পুলিশকে কি মেডেল দেবেন, নাকি শাস্তির আওতায় আনবেন- জাতি জানতে চায়।’

বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফিরোজ রশীদ বলেন, ‘ছাত্রদের দাবি যৌক্তিক এবং আমরা তা সমর্থন করি। কারণ ছাত্ররা কোটার সম্পূর্ণ বাতিল চায়নি। তারা সংস্কার চেয়েছে। দেশে সরকারি চাকরির ৫৬ শতাংশ কোটার মধ্যে সীমাবদ্ধ থাকবে- এটা আমরাও মানতে পারি না। ছাত্ররা চেয়েছে কোটা থাকবে। তবে তা বিশেষ ক্ষেত্রে এবং তার হার ৫ শতাংশের বেশি নয়। এসব বিষয় আলাপ-আলোচনার মাধ্যমেই মীমাংসা করা উচিত ছিল।’

তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাবো কোনোভাবে কালক্ষেপণ না করে আগামী রবিবারই সুপ্রিম কোর্টে মেনশন করে সিভিল আপিলটি দ্রুত শুনানি করা হোক। এর জন্য এক মাস দেরি করতে হবে কেনো? তাতে যদি আন্দোলন আরো বেগবান হয়- কিংবা যদি আরো প্রাণহানি ঘটে- তার দায় দায়িত্ব কে নেবে? ’

কাজী ফিরোজ রশীদ আরও বলেন, সরকার আগের সিদ্ধান্ত এবং ছাত্রদের বর্তমান দাবির মধ্যে বিপরীতমুখিতা নেয়। সরকার এর আগে বাতিল করেছিলেন এবং ছাত্ররা এখন সংস্কার চেয়েছে। এ দু’য়ের মধ্যে সমন্বয় হওয়া সম্ভব ছিল। কিন্তু পরিস্থিতি ঘোলাটে করে ফেলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন ও মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ। এতে আরো উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম সেন্টু, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, জাহাঙ্গীর আলম পাঠান, খন্দকার মনিরুজ্জামান টিটু, শাহ জামাল রানা, উপদেষ্টা হাফছা সুলতানা, ভাইস-চেয়ারম্যান শাহআলম তালুকদার, সারফু্দ্দিন আহমেদ শিপু, যুগ্ম-মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, শেখ মাসুক রহমান, অ্যাডভোকেট ছেরনিয়াবাত সেকান্দার আলী ও এসএম হাশেমসহ আরও অনেকে।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর