২৮ জুলাই, ২০২৪ ১৬:০৮

সাধারণ শিক্ষার্থীদের হয়রানি না করার দাবি জাতীয় ছাত্র সমাজের

অনলাইন ডেস্ক

সাধারণ শিক্ষার্থীদের হয়রানি না করার দাবি জাতীয় ছাত্র সমাজের

সাধারণ শিক্ষার্থীদের হয়রানি না করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ। 

আজ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান এই আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনে যৌক্তিক দাবি নিয়ে যে সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিলেন তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। শিক্ষার্থীদের তুলে এনে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিচ্ছে- যা অত্যান্ত দুঃখজনক। জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার সদস্য সচিব আরিফ আলী, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিমকে গ্রেফতার ও জাতীয় ছাত্র সমাজের অনেক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

সকল হতাহত ও সহিংসতার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়।

পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষার্থীদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্রনেতাদের নামে করা সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর