২৮ জুলাই, ২০২৪ ১৬:৫৭

‘গণহত্যার’ দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত: ব্যারিস্টার খোকন

অনলাইন ডেস্ক

‘গণহত্যার’ দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত: ব্যারিস্টার খোকন

সংগৃহীত ছবি

কোটা আন্দোলনে ‘গণহত্যার’ দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রীম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ রবিবার দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার মাহবুব বলেন, সরকার বলেছিল কোটা আন্দোলনকারীদের কিছু করা হবে না, অথচ ডিবি তাদের তুলে নিয়ে যাচ্ছে, ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। এটিকে সরকারের দ্বিমুখী নীতি।

তিনি বলেন, যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের রাজনৈতিক বিরোধীতার জেরেই ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে। এসময় তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সমালোচনা করেন। সরকারের আজ্ঞাবহ এই কমিশনের বিলুপ্তির দাবিও করেন তিনি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর