৩০ জুলাই, ২০২৪ ১৩:২০

একাত্তরের পরাজিত শক্তি দেশ অকার্যকর করতে চায়: খসরু চৌধুরী

অনলাইন ডেস্ক

একাত্তরের পরাজিত শক্তি দেশ অকার্যকর করতে চায়: খসরু চৌধুরী

কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যাতে বৃহত্তর উত্তরা এলাকায় নৈরাজ্য চালাতে না পারে সেজন্য রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী।

তিনি সোমবার উত্তরার আজমপুর এলাকা ও জসিম উদ্দিন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। আজ মঙ্গলবার সকালেও তিনি রাজধানীর উত্তরা ও দক্ষিণখান এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তিনি জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে খসরু চৌধুরী বলেন, একাত্তরের পরাজিত শক্তি এই দেশকে অকার্যকর করতে চায়। ছাত্ররা বলেছে ধ্বংসযজ্ঞের সঙ্গে তারা জড়িত নয়, কিছু দুর্বৃত্ত এই কাজ করেছে। দুষ্কৃতকারীরা বাংলাদেশকে পিছিয়ে দিতে চেয়েছে। যারা সহিংসতার মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে তারা স্বাধীনতার শত্রু, দেশের শত্রু। দুষ্কৃতকারীরা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। আমাদের তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর