শিরোনাম
১ আগস্ট, ২০২৪ ১৮:১৪

নিষিদ্ধ হওয়ার পর জামায়াতের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

নিষিদ্ধ হওয়ার পর জামায়াতের প্রতিক্রিয়া

সন্ত্রাসবিরোধী আইনে নির্বাহী ক্ষমতাবলে সরকার জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করলেও দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধান লঙ্ঘন করে সরকারের নির্বাহী আদেশবলে বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দল ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ও ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ এর রাজনীতি নিষিদ্ধ করেছে। 

বৃহস্পতিবার জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পরপরই দলটির প্রচার বিভাগ থেকে দেওয়া বিবৃতিতে এই অভিযোগ তোলা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া বিবৃতিতে তিনি বলেন, সরকার বিগত ১৬ বছর যাবৎ জামায়াতের উপর জুলুম-নিপীড়ন চালিয়েছে। জামায়াত ধৈর্যের সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করেছে। ফলে জামায়াতের প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা ও সমর্থন বেড়েছে। জামায়াত কোটি কোটি মানুষের সংগঠন। বাংলাদেশের সংবিধান সকল নাগরিকদের সভা-সমাবেশ ও সংগঠন করার অধিকার দিয়েছে। সরকার ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ও ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ কে নিষিদ্ধ ঘোষণা করে সংবিধান লঙ্ঘন করেছে। আমরা সরকারের এই অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অন্যায় সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর