৩ আগস্ট, ২০২৪ ১৫:০৪

দেশবাসীকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক

দেশবাসীকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

ছাত্রদের চলমান আন্দোলনে শুধু সমর্থনই নয়, বিএনপি সব রকম সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বানও জানান তিনি।

শনিবার দুপুরে বনানীতে আটক বিএনপি নেতা নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের সমস্ত জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে সমস্ত ভয়কে উপেক্ষা করে সমস্ত মানুষ একসঙ্গে যোগ দিয়েছে। 

বিএনপির মহাসচিব বলেন, এবার তরুণেরা জেগে উঠেছে। তরুণদের এই জাগরণে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। বর্তমান সরকারের অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনীকে হার মানাচ্ছে। চলমান আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর