১০ আগস্ট, ২০২৪ ১৭:৩৫

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ

জাতিসংঘ বাংলাদেশ মিশনের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিনিধি দল। 

শনিবার সকালে ঢাকার অফিসে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

সম্প্রতি গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ ও চ্যালেঞ্জ, বিশেষ করে ন্যায়বিচার, জবাবদিহিতা নিশ্চিত করা ও অর্থনৈতিক ঝুঁকি দূর করার বিষয়সহ আলোচনায় নানা প্রসঙ্গ স্থান পায়। আলোচনাকালে এবি পার্টির নেতৃবৃন্দ ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের সময় শেখ হাসিনার নির্দেশে দেশে যে গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানায়।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দলের যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া এবং এবি পার্টি উইমেনের ইনচার্জ ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন। জাতিসংঘের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে আলোচনাকালে উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর