শিরোনাম
১৩ আগস্ট, ২০২৪ ২১:৫১

নীলনকশা নিয়ে মাঠে নেমেছে স্বৈরাচারের দোসররা : দুলু

নাটোর প্রতিনিধি

নীলনকশা নিয়ে মাঠে নেমেছে স্বৈরাচারের দোসররা : দুলু

বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘পতিত স্বৈরাচার’ প্রতিশোধের নীলনকশা নিয়ে মাঠে নেমেছে। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি, পতিত স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র-জনতার ওপর প্রতিশোধের নীলনকশা নিয়ে মাঠে নেমেছে। একই সঙ্গে এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপিসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ওপর চাপাতে ব্যাপকভাবে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমকে ব্যবহার করছে।

মঙ্গলবার দুপুরে নাটোর শহরতলীর একডালা মোড়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, সানোয়ার হোসেন তুষার ও জিএস সোহেল।

দুলু বলেন, প্রতিবেশী একটি দেশের কিছু নিউজ চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করছে একটি চিহ্নিত মহল। বিশেষভাবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে টার্গেট করেছে তারা। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই তাদের ষড়যন্ত্র। বিজয়ী সব শক্তি তথা জনগণের মধ্যে বিভক্তির অপচেষ্টায় তারা মরিয়া হয়ে লেগেছে। আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, তথা সর্বস্তরের নাগরিকবৃন্দ এ বিষয়ে সজাগ আছেন।

তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে সাধ্যমতো পদক্ষেপ গ্রহণ করেছে। বিএনপির নাম ব্যবহার করে যারাই এ ধরনের অপতৎপরতায় জড়াবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশবাসীসহ সংশ্লিষ্ট দেশি-বিদেশি সব সহায়ক শক্তিকে আবারও সজাগ করতে চাই পতিত স্বৈরাচার ও তার দোসরদের এই ষড়যন্ত্র সম্পর্কে। সংখ্যালঘু সম্প্রদায়ের সব নাগরিকের প্রতি আহ্বান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলুন। একই সঙ্গে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার জন্য দল-মত-নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর