১৬ আগস্ট, ২০২৪ ২১:৩৮

‘গণঅভ্যুত্থানের বিজয়কে সংহত করে এগিয়ে যেতে হবে’

ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভায় রুহিন হোসেন প্রিন্স

অনলাইন ডেস্ক

‘গণঅভ্যুত্থানের বিজয়কে সংহত করে এগিয়ে যেতে হবে’

বক্তব্য দিচ্ছেন রুহিন হোসেন প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভায় সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে সংহত করে, নানা অপশক্তি সম্পর্কে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ছাত্র-জনতার গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপান্তরিত হয়েছিল। ব্যাপক হত্যাযজ্ঞের পরও অতীতে কোনো বিক্ষোভে এত ছাত্র-জনতার অংশগ্রহণ দেখা যায়নি।

তিনি বলেন, ‌‘গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচার ও স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে, গণঅভ্যুত্থানের সফলতা রক্ষা করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। নানা অপশক্তি এই সফলতা তাদের স্বার্থে কাজে লাগাতে চাইবে, এ বিষয়ে সতর্ক থেকে এগোতে হবে।’ 

আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভা পার্টির কেন্দ্রীয় কার্যালয়, মুক্তিভবনে সিপিবি ঢাকা জেলা কমিটির সভাপতি সুকান্ত শফি চৌধুরী কমলের সভাপতিত্বে ও বিভাগীয় সমন্বয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ এন রাশেদা, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলার নেতা স ম কামাল হোসেন, ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, ঢাকা জেলার সাধারণ সম্পাদক আবিদ হোসেন, টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মতি, শরীয়তপুর জেলার সভাপতি নুরুল হক ঢালী, সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়াল, মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সানু, কিশোরগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার, নরসিংদী জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শান্তি, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর