শিরোনাম
১৯ আগস্ট, ২০২৪ ২০:৫৬

কেউ জার্সি বদল করার চেষ্টা করবেন না, করে লাভ হবে না : চন্দন

জয়পুরহাট প্রতিনিধিঃ

কেউ জার্সি বদল করার চেষ্টা করবেন না, করে লাভ হবে না : চন্দন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, জয়পুরহাটে হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছে, ৭ জন শহীদ হয়েছে, অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আমরা পেয়েছি। সেটি আমার দলের নেতাকর্মীর কোনও হটকারিতায় নষ্ট হতে দিবো না।  রাতারাতি কেউ জার্সি বদল করার চেষ্টা করবেন না। জার্সি বদল করে লাভ হবে না । 

সোমবার (১৯ আগস্ট) দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুর রহমান চন্দন বলেন, পরাজিত শক্তিরা এখনও ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। কিন্তু আমরা তা হতে দেব না। আগামী বাংলাদেশ হবে আইনের মানবাধিকারের বাংলাদেশ। আপনাদের কাছে আর্জি করছি সবাই মিলে সহযোগিতা করুন। কথা দিয়ে গেলাম হারানো গণতন্ত্র প্রতিষ্ঠা  করে সকালে অধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসলে আমরা ঘরে ফিরে যাবো।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক সদস্য সচিব মোনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রেজা, মোমিন খন্দকার ডালিম, সদস্য সচিব শামস মতিনসহ প্রমুখ। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর