২৪ আগস্ট, ২০২৪ ০৯:২৩

‘মধ্যরাতে স্লুইসগেট খুলে দিয়ে ভারত প্রমাণ করলো, তারা কখনোই বন্ধু ছিল না’

অনলাইন ডেস্ক

‘মধ্যরাতে স্লুইসগেট খুলে দিয়ে ভারত প্রমাণ করলো, তারা কখনোই বন্ধু ছিল না’

‘মধ্যরাতে প্রতিবেশী রাষ্ট্র ভারত ত্রিপুরার ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্টের স্লুইসগেট খুলে দিয়ে প্রমাণ করলো, তারা কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। তারা সব সময়ই পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে।’

গতকাল শুক্রবার বিকালে রাজধানীর ভাটারায নগর উত্তর কার্যালয়ে এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেন, ‌‘কয়েকদিন আগে আমরা সিলেটে বাস্তব নমুনা দেখেছি। সেই রেশ কাটতে না কাটতেই ২০ আগস্ট রাতের অন্ধকারে ডাকাতের মতো আবারও পানি ছেড়ে দিয়ে কৃত্তিম বন্যা সৃষ্টি করে জানমালের যে ক্ষতি ভারত করেছে, তার হিসাব অবশ্যই ভারত সরকারকে দিতে হবে।’

ফজলে বারী মাসউদ আরও বলেন, ‘ভারত বাংলাদেশের সাথে অভিন্ন নদীতে যেখানে বাঁধ নির্মাণ করেছে, আমরাও সেখানে অন্তর্বর্তী সরকারের সাথে পরামর্শক্রমে দেশবাসীকে সাথে নিয়ে ভারতের চাইতে অধিক উচ্চতাসম্পন্ন বাঁধ নির্মাণ করব।’

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর