২৪ আগস্ট, ২০২৪ ১৯:৩৯

সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জাতীয় ছাত্র সমাজের

অনলাইন ডেস্ক

সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জাতীয় ছাত্র সমাজের

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ। 

আজ শনিবার জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুন এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান। 

যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো রাষ্ট্র যদি নদীর বাঁধের গেট খুলে দেয় তাহলে অবশ্যই ভাটির দেশকে আগাম সর্তক করার বিধান রয়েছে। অথচ বাঁধ খুলে দেওয়ার আগে ভারত সরকার বাংলাদেশকে সতর্ক করেনি। এতে করে ভয়াবহ বন্যার কবলে পড়েছে কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ দেশের ১২টি জেলা। এসব অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দি। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। ঠিক এই মুহূর্তে বন্যা দুর্গতদের সহায়তায় প্রত্যেক নাগরিককে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর