৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৪৫

তারুণ্যের প্রত্যাশা পূরণে রাজনীতি করবে বিএনপি : আমীর খসরু

খাগড়াছড়ি প্রতিনিধি

তারুণ্যের প্রত্যাশা পূরণে রাজনীতি করবে বিএনপি : আমীর খসরু

আজ শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির রাজনীতি দেশের মানুষের আশা ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে পরিচালিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, নতুন বাংলাদেশ পরিচালনা করবেন তারেক রহমান।

আজ শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, শেখ হাসিনার পলায়নের পর দেশ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। বিএনপির রাজনীতি মানুষের ভবিষ্যতের জন্য হবে।

তিনি বলেন, অতীতে বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ।

আমীর খসরু আরো বলেন, ‘চাঁদাবাজ-দখলবাজ-সন্ত্রাসীদের আমাদের দলে ঠাঁই নেই। আমরা ইতোমধ্যে যারা অপকর্ম করেছে এদেরকে বরখাস্ত করেছি। সুতরাং আপনারা বিষয়টি মাথায় রেখে এখানে কাজ করবেন।’ 

‘তারেক জিয়া ও বেগম খালেদা জিয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। পাহাড়ে বসবাসকারী পাহাড়ি ও সমতল জেলার যারা রয়েছেন তাদের ভাষা সংস্কৃতি রক্ষা করতে হবে। একইভাবে আমরা যারা এখানে বসবাস করি সকলেই আমরা বাংলাদেশি।’  

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি জেলা সদর ও দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর