শিরোনাম
২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৩৫

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে পঞ্চায়েত সর্দারদের সঙ্গে নবীউল্লাহ নবীর মতবিনিময়

অনলাইন প্রতিবেদক

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে পঞ্চায়েত সর্দারদের সঙ্গে নবীউল্লাহ নবীর মতবিনিময়

আদর্শ পাঁচ পঞ্চায়েত সর্দারদের সঙ্গে মতবিনিময়ে নবীউল্লাহ নবী

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যাত্রাবাড়ীর আদর্শ পাঁচ পঞ্চায়েত সর্দারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী। শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচ পঞ্চায়েতের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে (বাদ এশা) এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবীউল্লাহ নবী বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদীদের বিদায়ের মধ্যদিয়ে বাঙালি জাতি নতুন স্বাধীনতা পেয়েছে। আমরা এই নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য দেখতে চাই না। এরপরও যে দুষ্কৃতিকারীরা দেশে অশান্তি সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের চেষ্টা করবে, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।’

নবীউল্লাহ নবী আরও বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের যাত্রাবাড়ী মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। শতাধিক মানুষ শহীদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ বিফলে যেতে দেওয়া হবে না। একটা সুন্দর দেশ গড়তে নিজ নিজ জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।’

এ মতবিনিময় সভায় আদর্শ পাঁচ পঞ্চায়েতের সর্দার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর