গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অসংখ্য ছাত্র জনতার রক্তদানের মধ্যদিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
রবিবার দুপুরে রংপুর পীরগঞ্জ জাফরপাড়া বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দুধের গাভী, সেলাই মেশিনসহ আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক এ কর্মসূচি পালন করা হচ্ছে।
শহিদ আবু সাঈদের বাড়িতে তার বাবা-মা-ভাইসহ পরিবারের সদস্যরাসহ এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আতাউর রহমান চেয়ারম্যান, হাজী মোস্তফা জামান, আখতার হোসেন, মহানগর সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, তহিরুল ইসলাম তুহিন, এবিএমএ রাজ্জাক, হাজী মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ানএমা. নাজিম উদ্দীন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জমিদার, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, জাসাস ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক রিপন হাওলাদার, রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আমিনুল হক বলেন, ছাত্রজনতার গণআন্দোলনে শহীদ পরিবারদের অবদান এবং আবু সাঈদের মতো শহীদদের আত্মত্যাগ যেন কখনও বৃথা না যায় সেজন্যে আমাদেও সকলকে সতর্ক থাকতে হবে। তাদের রক্তের বিনিময়ে এদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। জাতির মুক্তির সংগ্রামে যারাই শহীদ হয়েছেন,নতুন বাংলাদেশে জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
বিডি প্রতিদিন/আরাফাত