দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য মানুষের ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা। এগুলো যাতে দ্রুত স্থিতিশীল হয়। অতীতে যারা এসবের বিরোধিতা করেছে তারা এখনো প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সর্বত্রই বিরাজমান। তাদের একটাই লক্ষ্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। স্বৈরাচারীর দোসরদের এসব ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে।
ডা. এ জেড এম জাহিদ আরও বলেন, স্বৈরাচারীর দোসরদের অল্প কিছু পালিয়ে গেছে। বিগত সময়ের আন্দোলনে যারাই নির্যাতন চালিয়েছে তাদের দেশে ফেরত এনে বিচারের আওতায় আনতে হবে। এ সময় বিগত সময়ে বিরোধী নেতাকর্মীদের নামে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।নির্বাচনের প্রসঙ্গে টেনে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছে বিএনপি। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। যেকোনো প্রয়োজনে বিএনপি সরকারের পাশে থাকবে বলেও উল্লেখ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।
বিডি-প্রতিদিন/শফিক