৮ অক্টোবর, ২০২৪ ১৯:৫৮

পরিবেশ ঘোলা করতে চাইলে শক্ত হাতে প্রতিহত করা হবে : খোকন

নরসিংদী প্রতিনিধি

পরিবেশ ঘোলা করতে চাইলে শক্ত হাতে প্রতিহত করা হবে : খোকন

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কেউ পরিবেশ ঘোলা করতে চাইলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

সোমবার বিকেলে নরসিংদীতে চিনিশপুর বিএনপির কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নরসিংদী পৌর বিএনপি, মাধবদী পৌর শহর বিএনপি ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে ৮৩টি মন্দিরে এ অনুদান বিতরণ করা হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বিএনপির এই নেতা বলেন, দুর্গাপূজার শান্তিময় পরিস্থিতিকে অস্থিতিশীল করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কেউ পরিবেশ ঘোলা করতে চাইলে বিএনপির পক্ষ থেকে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

বিএনপির পূজা মনিটরিং সেলের প্রধান ও নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জলিলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুদান প্রধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, আকবর হোসেন, অধ্যাপক বিজি রশিদ নওশের, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসীন হোসাইন বিদ্যুৎ, জেলা কৃষকদলের সদস্য সচিব দীপক কুমার প্রিন্স, শহর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কবির আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসের প্রমুখ নেতৃবৃন্দ। 

এসময় নরসিংদীর বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নরসিংদী-১ (সদর) আসনের সর্বমোট ৮৩টি পূজা মণ্ডপের প্রতিটিতে সাত হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর