৯ অক্টোবর, ২০২৪ ১০:৪৮

প্রহসনের নির্বাচনে ইউনিয়ন পরিষদ আওয়ামী প্রতিষ্ঠানে পরিণত : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রহসনের নির্বাচনে ইউনিয়ন পরিষদ আওয়ামী প্রতিষ্ঠানে পরিণত : প্রিন্স

সরকারের প্রতি দুর্গত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রদানের  আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

মঙ্গলবার (৮ অক্টোবর) দিনব্যাপী ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন প্রিন্স।

সমাবেশে প্রিন্স বলেন, এখন পর্যন্ত দুর্গত এলাকায় চাহিদা মতো ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই। সরকারিভাবে যে ত্রাণ দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মানুষ মানবেতর দিন যাপন করছে। মানুষের বাড়ি-ঘরে পানি, জমির ফসল নষ্ট হয়ে গেছে। ফিশারিজের মাছ ভেসে গেছে। বাড়ি-ঘর, দোকান, রাস্তা, ব্রিজ, কালভার্ট ভেঙে গেছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রাণ এবং পুনর্বাসনের আহ্বান জানান। 

তিনি সরকারের প্রতি ত্রাণের পাশাপাশি আগামী ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের সহায়তা, ক্ষতিগ্রস্ত ফিশারিজ ও গবাদি পশু, হাস মুরগীর খামারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে সুদমুক্ত ঋণ প্রদানেরও আহ্বান জানান। 

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সিটি কর্পোরেশন পরিষদ বাতিল হলেও রহস্যজনক কারণে ইউনিয়ন পরিষদ রাখা হয়েছে। আওয়ামী লীগ আমলের চেয়ারম্যানরা লুটপাট করে কলা গাছ হয়ে গেছে। এ কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। এ দুর্নীতিবাজদের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা হলে অতীতের মতো দুর্নীতি ও লুটপাট হবে। এতে ক্ষতিগ্রস্ত মানুষ কিছুই পাবে না। অবিলম্বে ইউনিয়ন পরিষদ বাতিল করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মচারীদের মাধ্যমে পরিচালনা করুন।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর