অনলাইন ভার্সন
আতঙ্কের পর হাসি কেন আসে? ডেনমার্কের গবেষকদের নতুন তত্ত্ব আতঙ্কের পর হাসি কেন আসে? ডেনমার্কের গবেষকদের নতুন তত্ত্ব

ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি একটি তত্ত্ব প্রস্তাব করেছেন যা ব্যাখ্যা করে কেন ভয় লাগার পরও অনেকে হঠাৎ করে হাসতে শুরু করেন। গবেষক মার্ক হাই-কনুডসেনের নেতৃত্বে এই গবেষণায় দেখানো হয়েছে, আতঙ্কের একটি বিশেষ মাত্রায় পৌঁছানোর পর সেটি মজার বা নিরাপদ বলে মনে হওয়ায় মানুষ হাসিতে ফেটে পড়তে পারেন। এই তত্ত্ব অনুসারে, ভয় পাওয়ার পরের হাসি আসলে মনের একটি স্বাভাবিক…