১৭ মে, ২০১৭ ০১:২৭

কুকুর পুষলে হতে পারবেন 'স্মার্ট'

অনলাইন ডেস্ক

কুকুর পুষলে হতে পারবেন 'স্মার্ট'

প্রতীকী ছবি

কুকুর পুষলে স্মার্টনেস অন্তত ১৫ শতাংশ বাড়ে৷ সম্প্রতি কলকাতায় পশুপ্রেমীদের একটি অনুষ্টানে এসে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী৷ 

মানেকা গান্ধী জানান, কুকুর পুষলে মানসিক হতাশা থেকে মুক্তি পাওয়া যায়৷ এ সময় পথ কুকুর ও অন্য পশুদের উপর অত্যাচার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি৷ 

কেন্দ্রীয়মন্ত্রী আরও মনে করেন, পথ কুকুরদের মারধর করার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে নইলে এই অত্যাচার কমানো যাবে না৷

 


বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর