১৭ মে, ২০১৭ ০২:১৩

কুমিরের আক্রমণ থেকে প্রাণ রক্ষা সিংহের (ভিডিও)

অনলাইন ডেস্ক

কুমিরের আক্রমণ থেকে প্রাণ রক্ষা সিংহের (ভিডিও)

সংগৃহীত ছবি

কুমিরের আক্রমণ থেকে রক্ষা পেল সিংহ। বতসোয়ানার ওয়াইল্ডারনেস সাফারির ঘটনা এটি। সিংহের ওপর কুমিরের এই  রোমহর্ষক দৃশ্যটি উপভোগ করেছেন পর্যটকরাও। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন স্নেহা শাহ নামের একজন পর্যটক।  

ভিডিওতে দেকা যায়, দু’‌টি পুরুষ সিংহ লিনিয়ান্তি নদী পেরোচ্ছিল। যখন প্রায় পাড়ের কাছে চলে এসেছে দু’‌জনেই, তখনই একটি কুমির আক্রমণ করে বসে ছোট সিংহটিকে। ভাইকে বাঁচাতে বড় সিংহটি তখন আপ্রাণ চেষ্টা করছে। তখনই কুমিরটি ছোট সিংহটিকে ছেড়ে বড়টিকে আক্রমণ করে। এই সুযোগে ছোট সিংহটি আবার সাঁতরে পাড়ে চলে আসে। 

এরপর বড় সিংহটিকে প্রথমে পানির নিচে নিয়ে গেলেও হামলাকারী কুমিরের খপ্পর থেকে নিজেকে রক্ষা করে সোজা বনের দিকে চলে যায় সে। এই দৃশ্যটি অবশ্য ভিডিও ফুটেজে নেই‌। সিংহ দু’‌টির অবশ্য খুব বেশি আঘাত লাগেনি। এ ব্যাপারে সাফারির কর্মকর্তারাই নিশ্চিত করেছেন।। ‌‌

 

বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর