১৮ মে, ২০১৭ ০২:৫৪

ট্রেনের স্বয়ংক্রিয় দরজায় আটকে গেল হাত! দৌঁড়াতে হল যাত্রীকে

অনলাইন ডেস্ক

ট্রেনের স্বয়ংক্রিয় দরজায় আটকে গেল হাত! দৌঁড়াতে হল যাত্রীকে

চীনে এমন একটা বিপত্তি ঘটল যার পরিণতি হতে পারত মারাত্মক। এক যাত্রীর একটি হাতের আঙুল ট্রেনের দরজায় আটকে যায়। ততক্ষণে ট্রেন ছেড়ে দেয়। বাধ্য হয়েই ট্রেনের সঙ্গেই তাকে বেশ কিছুটা দৌঁড়তে হল। এক যাত্রীর ক্যামেরায় ধরা পড়েছে সেই ঘটনা।

জানা যায়, ট্রেনে স্বয়ংক্রিয় দরজা যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে খুবই কার্যকর পদক্ষেপ। কিন্তু কখনও কখনও ভুলবশত বিপত্তিও ঘটার আশঙ্কা থাকে। সংবাদমাধ্যমে প্রকাশিক খবর অনুযায়ী, জিয়াংসু প্রদেশের একটি রেল স্টেশনে এই ঘটনা ঘটেছে। ট্রেন থেকে নামার সময় এক যাত্রীর হাত আটকে যায় দরজায়। আসলে ভুলক্রমে অন্য একটি ট্রেনে উঠে পড়েছিলেন ওই যাত্রী। একেবারে শেষমুহূর্তে নামতে গিয়ে ঘটে বিপত্তি। প্ল্যাটফর্মে নেমে পড়লেও দুটি দরজার মাঝে আটকে যায় তার হাতের আঙুল। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। প্ল্যাটফর্মে থাকা অন্যযাত্রীরা চালকের দৃষ্টি আকর্ষের চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। ট্রেন চলতে থাকে।  

সৌভাগ্যক্রমে প্ল্যাটফর্ম শেষ হওয়ার আগেই ওই যাত্রী দরজা থেকে হাত ছাড়াতে সক্ষম হন। তা না হলে রেললাইনে পড়ে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর