১৯ মে, ২০১৭ ১৭:২৯

প্রকাশ্যে মলত্যাগ করলে ৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশ্যে মলত্যাগ করলে ৫ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

প্রকাশ্যে মলত্যাগের জরিমানা পাঁচ হাজার টাকা। যেখানে সেখানে নয় অবশ্য। ভারতের যমুনার চরে ‌মলত্যাগ বা আবর্জনা ফেলা নিষিদ্ধ করেছে দেশটির জাতীয় পরিবেশ আদালত (‌এনজিটি)‌। নিষেধাজ্ঞা না মানলে জরিমানা হিসেবে পাঁচ হাজার টাকা দিতে হবে। 

জানা গেছে, দিল্লি সরকার এই নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন এনজিটি চেয়ারপার্সন বিচারপতি স্বতন্ত্র কুমারের নেতৃত্বে গঠিত বেঞ্চকে। আদালতের মতে যমুনার দূষণের মূল উৎস দুটি নিকাশি নালা। দিল্লি গেট এবং নজফগড় থেকে নালাগুলি দূষিত পদার্থ বয়ে এনে যমুনায় ফেলে। 

 

বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর