৩১ মে, ২০১৭ ১২:৪৩

ব্যাচেলর পার্টির কারণেই বিয়ে ভাঙল তরুণীর!

অনলাইন ডেস্ক

ব্যাচেলর পার্টির কারণেই বিয়ে ভাঙল তরুণীর!

প্রতীকী ছবি

বিয়ের আগে ব্যাচেলর পার্টি দেয়া এখন নিয়মিত রেওয়াজে পরিণত হয়েছে। আগে শুধু ছেলেরা দিলেও মেয়েরাও এখন পিছিয়ে নেই। বিয়ের আগে দুমধাম  করে মেয়েরাও এখন ব্যাচেলর পার্টি দেয়। কিন্তু এই পার্টি দিয়েও মহাবিপদে পড়েছেন এক নারী। 

পার্টিতে অন্য এক পুরুষের সঙ্গে একটু বেশি অন্তরঙ্গ হয়ে পড়েছিলেন। সেই পার্টিরই একজন পরে সেই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। 

প্রথমে ফেসবুক, তারপর ইউটিউব এবং সবশেষে হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিও সবার কাছে পৌঁছে যায়। বাদ যায়নি হবু বরও। আর সেই ভিডিও দেখে আর দ্বিতীয়বার না ভেবে বিয়ে ভেঙে দেন ওই যুবক। ভিডিওটি ফেসবুকে ১৭ হাজার বার শেয়ার হয়। পরে ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষ ভিডিওটি সরিয়ে নেয়।

 

বিডি প্রতিদিন/৩০ মে, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর