২৭ অক্টোবর, ২০১৭ ০৬:৪৭

বিশ্বের প্রাচীনতম মানব খুলির সন্ধান

অনলাইন ডেস্ক

বিশ্বের প্রাচীনতম মানব খুলির সন্ধান

সংগৃহীত ছবি

পাপুয়া নিউগিনিতে ছয় হাজার বছরের পুরনো একটি মানব খুলি উদ্ধার করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে পুরনো সুনামির শিকার মানুষের খুলি বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

বিবিসি জানিয়েছে, খুলিটি ১৯২৯ সালে পাপুয়া নিউগিনির অটেপ শহরের কাছাকাছি একটি স্থান থেকে আবিষ্কার করা হয়। খুলিটি মূলত আধুনিক মানুষের পূর্বপুরুষ হোমো ইরেকটাস প্রজাতির।

বিজ্ঞানীরা বলছেন, ওই এলাকা একসময় উপকূলীয় অঞ্চল ছিল। প্রায় ছয় হাজার বছর আগে সেখানে সুনামি আঘাত হানে। উদ্ধার হওয়া খুলিটি ছয় হাজার বছর আগের সুনামিতে মারা যাওয়া একজন ব্যক্তির বলে তাদের ধারণা।

১৯৯৮ সালে এক বিধ্বংসী সুনামি আঘাত হানার পর ওই এলাকার মাটি ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে করা এক গবেষণার পর বিজ্ঞানীরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির অধ্যাপক জেমস গফ বলেন, যখন হাড়গুলো ভালোভাবে পরীক্ষা করা হচ্ছিল, তখন পললস্তর বিশ্লেষণে গভীরভাবে মনোযোগ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, তলদেশের 'ভৌগোলিক সাদৃশ্য' মিলিয়ে দেখা যায় ওই এলাকার মানুষ হাজার হাজার আগে সুনামির শিকার হয়েছিল।

গবেষণার পর আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি যে ওই ব্যক্তি এত বছর আগে মারা গিয়েছিলেন যে সম্ভবত তিনিই পৃথিবীর প্রাচীনতম সুনামির শিকার।

বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর