২২ অক্টোবর, ২০২১ ২০:৪৫

বিপদের ‘বন্ধু’ বঙ্কিমের সঙ্গে সাপের বিশ্বাসঘাতকতা, অতঃপর..!

অনলাইন ডেস্ক

বিপদের ‘বন্ধু’ বঙ্কিমের সঙ্গে সাপের বিশ্বাসঘাতকতা, অতঃপর..!

সাপের সাথে তার অনেক দিনের উঠাবসা। সাপ উদ্ধার, সাপের বিপদে ছুটে যাওয়া, দেখভাল ও খাওয়ানোসহ নানা কারণে স্নেক সেভার হিসেবে পরিচিত ছিলেন বঙ্কিম। তবে এই অকৃত্রিম বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করলো সাপ।   

জানা গেছে, ভারতের মালদহে বসবাস করেন বঙ্কিম। তার পুরো নাম বঙ্কিম স্বর্ণকার (৩০)। বাড়ি মালদহ'র ইংরেজবাজার থানার শোভানগরের। করো বাড়িতে বিষধর সাপ দেখা গেলে প্রথমেই ডাক পড়তো বঙ্কিমের। তারপর সে সাপ উদ্ধার করে বন অধিদপ্তরের হাতে তুলে দিতেন বঙ্কিম।

অন্যান্য দিনের মতোই ঠিক গত মঙ্গলবারও পুখুরিয়া এলাকায় বিষধর সাপ ধরতে যাযন বঙ্কিম। কিন্তু এদিন সেখানে সাপ ধরতে গিয়ে কামড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এক ভিডিওতে দেখা যায়, লেজ ধরে সাপটিকে তুলে ধরতেই সাপটি কামড়ে ধরে বঙ্কিমের হাঁটুতে। এমনভাবে কামড়ে দিয়েছিল যে লেজ ধরে টেনেও ছাড়াতে পারেনি বঙ্কিম। বসিয়ে দেয় বিষদাঁত।

সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত বঙ্কিমকে বাঁচানো যায়নি।

সূত্র : সমাচার।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর