৩০ অক্টোবর, ২০২১ ১৪:১৩

হুররাম সুলতানের সেই দুর্লভ ছবি দেড় কোটিতে বিক্রি

অনলাইন ডেস্ক

হুররাম সুলতানের সেই দুর্লভ ছবি দেড় কোটিতে বিক্রি

অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সুলাইমানের স্ত্রী হুররাম সুলতানের একটি দুর্লভ চিত্রকর্ম নিলামে ১ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ২১১ টাকায় (১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার) বিক্রি হয়েছে।

তুরস্কের সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক সংস্কৃতি বিষয়ক নিলাম প্রতিষ্ঠান সাদেবিস লন্ডনে এই নিলামের আয়োজন করে।

২৭ অক্টোবর লন্ডনে ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শন করা হয়। সেখানেই হুররামের চিত্রকর্মটি নিলামে বিক্রি হয়।  

এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয় ইসলামি বিশ্বের শিল্পী ও কারিগরদের অর্জনের এক হাজার বছর উদযাপন উপলক্ষে। এতে জায়গা পায় অন্তত ২০০ শিল্পকর্ম।  

নিলাম কর্তৃপক্ষ জানায়, হুররাম সুলতানের চিত্রকর্মটি ১৬-১৭ শতকের শেষে অঙ্কিত। ইতালীয় শিল্পী টিটিয়ানের এক শিষ্য এই চিত্রটি আঁকেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর